Wellcome to National Portal
Main Comtent Skiped

Vision and Mission

২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কাজ করে যাচ্ছে। সরকার সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (MDG) এর অধিকাংশ লক্ষ্য যেমন দারিদ্র হ্রাস করণ, সবার জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণ, নারী-পুরুষ সমতা ও নারীর ক্ষমতায়ন, শিশু মৃত্যুর হার কমানো, মাতৃস্বাস্থের উন্নয়ন, ম্যালেরিয়া নির্মূলে সফলতা লাভ করেছে। MDG বাস্তবায়নে বাংলাদেশের অসামান্য অর্জনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ এমডিজি পদক ২০১০, সাউথ-সাউথ পদক (২০১১, ২০১৩), ইউনেস্কো পিস ট্রি পদক ২০১৪, প্লানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন, এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড ইত্যাদি অর্জন করেছেন। এখন বাংলাদেশ সরকারের অন্যতম লক্ষ্য হলো জাতিসংঘ ঘোষিত ২০১৬ হতে ২০৩০ সাল মেয়াদি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) বাস্তবায়ন করা। SDG এর ১৭টি লক্ষ্যমাত্রার মধ্যে দারিদ্রহীনতা, ক্ষুধামুক্তি, সু-স্বাস্থ্য, সুপেয় পানি ও স্যানিটেশন, উপযুক্ত কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামোর উন্নয়ন এবং টেকসই নগর ও বাসস্থান ইত্যাদিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন গণপূর্ত অধিদপ্তরের সার্বিক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এছাড়াও দেশের সর্বত্র সুষম উন্নয়ন এবং ন্যয়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান তৈরির ক্ষেত্রে ভৌত অবকাঠামো বিনির্মাণের মাধ্যমে গণপূর্ত অধিদপ্তর সহায়ক ভূমিকা পালন করছে। সাম্প্রতিক বছরগুলোতে গণপূর্ত বিভাগ, চাঁপাইনবাবগঞ্জের মাধ্যমে অত্র জেলায় ব্যাপক উন্নয়ন কার্যক্রম সংগঠিত হয়েছে এবং অনেকগুলি উন্নয়ন কার্যক্রম চলমান।